গ্রীনহীলের কৃষি ও প্রাণী সম্পদ বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

Published: 16 Oct 2017   Monday   

সোমবার দুই দিনকব্যাপী রাঙামাটিতে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মহিলাদের নিয়ে “কৃষি ও প্রাণীসম্পদ বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

গ্রীন হিল প্রধান কার্যালয় সম্মেলন কক্ষে গ্রীনহিল-রেসপন্সটুল্যান্ড স্লাইড ইন সাউটইষ্টব াংলাদেশ’’প্রকল্পের উদ্যোগে এবং ইউএন ওমেন-এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গ্রীনহীলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান। প্রশিক্ষণের উদ্যেশ্য আলোকপাত করেন গ্রীনহিলের কর্মসূচী পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রজেক্ট ম্যানেজার রিতা চাকমা।


দুদিন ব্যাপী প্রশিক্ষণে রাঙামাটি সদর উপজেলার মগবান, সাপছড়ি, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের অধীনেব সবাসরত ও রাঙামাটি পৌরসভায় গেলত ১৩ জুন ভারী বর্ষণ ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মহিলাদের নিয়ে দুই ব্যাচে মোট মোট ৬০ জন অংশ গ্রহন করেন।


প্রশিক্ষনে বিশেষ করে, কোন ফসল কোন ধরণের মাটিতে ফসল উৎপাদন বেশী হয়, কোন মৌসুমে কোন ধরণের ফসল রোপন/বপনকরা হয়, পার্বত্যাঞ্চলে কোন কোন ফসল উৎপাদিত হয়, কোন সময়ে কি কি ধরণের সার বা কিভাবে পরিচর্যা করলে অধিক ফসলন উৎপাদন করা যায় সে বিষয় নিয়ে প্রশিক্ষন দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত