রাঙামাটিতে শ্রমিকদলের বিক্ষোভ-মিছিল পুলিশি বাধায় পন্ড

Published: 15 Oct 2017   Sunday   

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা শ্রমিকদল।

 

কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান ও জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কে কিছুদূর গেলেই পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময় পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসময় সাবেক জেলা বিএনপি নেতা আলহাজ্ব জহির আহম্মদ সওদাগর, ছাত্রনেতা আল-আমিনসহ কয়েকজন সাবেক ছাত্রনেতা দীপেন দেওয়ানের সাথে ছিলেন।

 

পুলিশি বাধায় সমাবেশ করতে না পেরে সড়ক হয়ে চলে যেতে চাইলে পুলিশ তাকে ব্যারিকেড দিয়ে আটকে গাড়িতে তোলার চেষ্টা চালায়। এতে তিনি পেট্টোল পাম্প চত্বরে রাস্তার ধারে ফুটপাতের উপর বসে পড়েন। প্রায় ঘন্টা খানেক সময় ধরে দীপেন দেওয়ানকে পুলিশের একটি দল ঘিরে রাখে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দীপেন দেওয়ানকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকায় নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়া হয়।

 

বিএনপি নেতা দীপেন দেওয়ান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শান্তিপূর্ন গণতান্ত্রিক একটি কর্মসূচী পালনকালে কোনো কিছু বুঝে উঠার আগেই পুলিশ  নেতাকর্মীদের ধাওয়া করে। এসময় তার  সাথে দূর্ব্যবহার করে দুই ঘন্টা তাকে আটকে রাখে।

 

ঘটনার তীব্র নিন্দা তিনি আরো বলেন,একটি গণতান্ত্রিক দেশে বর্তমান সরকার ও তার পুলিশ বাহিনী নির্মম স্বৈরাচারি কায়দায় দেশ পরিচালনা করছে। আজ রাঙামাটিবাসী সেটি আবারো পরিলক্ষিত করলো। তােেদর সাথে যে আচরন করেছে সেটি সভ্য সমাজে করার কথা নয়। কিন্তু বর্তমান সরকার মানুষের স্বাধীন মত তথা বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত