সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬

Published: 24 Apr 2024   Wednesday   

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রী টিলা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণে হারিয়ে ৯ জন শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণ শ্রমিক ও আহতরা অধিকাংশই ঢাকার গাজীপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা থেকে ১৫ থেকে ১৬ জনের একদল শ্রমিক মিনি ট্রাকে করে সাজেক ইউনিয়নের ভারতীয় সীমান্ত উদয়পুরের দিকে রওনা দেয়। এতে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রী টিলা এলাকায় পৌছলে চালক গাড়ীর নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলে ৫ জন মারা যান। তবে ঘটনাস্থলে নিহতদের নাম জানা যায়নি। এসময় ১০জন গুরুত্বর আহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন,পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে  পথে আব্দুল মোহন(১৬) কিশোরগঞ্জ, বাবু (২০) কিশোরগঞ্জ, সাগর(২২) গাজীপুর ও অলিউল্লাহ(৩৬)কাপাসিয়া, গাজীপুর মারা যান। আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো.লালন মিয়া(১৮),আবজাল মিয়া(পিতা) কুড়িগ্রাম, মো. লালন(২৭) পিতা : আবুল হাসেম,ময়মনসিংহ, সামিউল উদ্দিন(১৯) আবুল হাসেম, মো. আহির উদ্দিন(৪০)গাজীপুর, জাহিদ হাসান (২৪) পিতা আব্দুল জব্বার, শ্যামগঞ্জ, মোবারক হোসেন(৩২) পিতা মকবিল হোসেন। 

রাঙামাটির অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল আউয়াল সাজেকে সড়ক দুর্ঘটনায় মোট ৯জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত