গ্রীনহিলের দুর্যোগ ব্যবস্থাপনায় জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published: 12 Oct 2017   Thursday   

ইউএন-ওমেন দাতা সংস্থা’র আর্থিক সহায়তায় গ্রীনহিল কর্তৃক অয়োজিত “দুর্যোগব্যবস্থাপনায় জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যাদের নিয়ে দু’দিন ব্যাপি “দুর্যোগ ব্যবস্থাপনায় জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষ কর্মশালার অায়োজন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলার ওয়াগগা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ দেন নারীর নেত্রী ও জেন্ডার এক্সপার্ট টুকু তালুকদার, প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন লাল ছোয়াকলিয়ানা পাংখোয়া, প্রোগ্রাম ডিরেক্টর, গ্রীনহিল, এবং উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন লিভিং ষ্টোন চাকমা, এম এ্যান্ড হেড, গ্রীনহিল।

 

গেল ১৩ জুন ভারী বৃষ্টি বর্ষণ ও পাহাড় ধস বা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার বিশেষ করে বিধবা, স্বামী পরিত্যক্ত, নারী প্রধান পরিবার, একক মা, প্রতিবন্ধী, বৃদ্ধা, তৃতীয় লিঙ্গ, অভিভাবকহীন কিশোরী, হত দরিদ্র, নারী ও সহিংসতার স্বীকার কোন নারী (বাল্য বিবাহ বা যৌতুক ইত্যাদির কারণে)   রেসপন ল্যান্ডশীফ ইন সাউটইষ্ট বাংলাদেশ নামক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ৩৫ জন নারী অংশ গ্রহণকারীদের নিয়ে এ-প্রশিক্ষণ আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণে মানুষের পরিচয়, সামাজিক কাজ-দায়িত্ব, নারী ও পুরুষের অসমসম্পকের কারণ, অবস্থা ও অবস্থান, জেন্ডার ন্যায্যতা ও সমতাই ত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত