রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গ্লোডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Published: 12 Oct 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এ টুর্নামেন্টে দশ উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল অংশ নিয়েছে।


রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনসুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, বিশিষ্ট সমাজ সেবক দানবীর চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ টুর্নামেন্টে দশ উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল অংশ নিয়েছে। আগামী ১৭ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


উদ্বোধনী খেলায় বালিকা দলের কাপ্তাই উপজেলার চংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। এছাড়া একই মাঠে বালক দলের খেলায় বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কাপ্তাই মুরালীপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করে। তিনি নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহবান জানারের পাশাপাশি এই গোল্ডকাপ টুর্ণামেন্ট থেকে একদিন বড় খেলোয়াড় গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


পরিষদ চেয়ারম্যান আরো বলেন, বিশ্বের বড় বড় খেলোয়াড়, পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার, সুয়ারেজ, রোনাল্ডোসহ বিভিন্ন খেলোয়াড়দের কারণে আজ তাদের দেশ গর্বিত। এই দেশের দলগুলো ভালো খেলে বলেই বিশ্বের কাছে পরিচিত।


তিনি বলেন, মেসি, নেইমার একটি মৌসুমে যে টাকা উপার্জন করে অনেক দেশের রাষ্ট্রপ্রধান এই টাকা আয় করতে পারে না। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত