পিসিপি`র নেতাসহ ৮ গ্রামবাসীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-মিছিল

Published: 11 Oct 2017   Wednesday   

পিসিপি নেতা সুশীল ত্রিপুরাসহ ৮ গ্রামবাসীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-মিছিল

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পিসিপি নেতা সুশীল ত্রিপুরা ও রেহেনা চাকমাসহ ৮ নারী-পুরুষকে আটকের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিনটি সংঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বিক্ষোভ-মিছিলটি  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ এলাকা থেকে  শুরু হয়ে জেলা কারচারাল ইনস্টিটিউট, রেড স্কোয়ার, মৎস ভবন ও জেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারের বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। পিসিপি খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ। সভা পরিচালনা করেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

 

একই দাবিতে গুইমারাতেও বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখা। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা সভাপতি নেপাল ত্রিপুরা ও গুইমারা উপজেলা সভাপতি অভি চাকমা প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অগণতান্ত্রিক ও দমনমূলক ১১ দির্দেশনা তুলে নেয়াসহ অবিলম্বে অটকতৃদের নিঃশর্ত মুুুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

মঙ্গলবার মধ্যে রাতে বাইল্যাছড়ি ২ নং রাবার বাগান এলাকায় অভিযানের নামে ৪টি বসতবাড়ি থেকে ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।

 

এদিকে, পৃথক একটি বিবৃতিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা খাগড়াছড়ি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার  খাগড়াছড়ি জেলা আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।  গেল ২০ মে মহালছড়ি থেকে  তাকে আটক করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত