দীঘিনালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুঃ আহত ৩

Published: 07 Oct 2017   Saturday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভূতি রঞ্জন পাড়া এলাকায় গেল শুক্রবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহতের নাম জ্যোতি রঞ্জন চাকমার স্ত্রী কালা মিলে চাকমা ও তার ছেলে সত্য জীবন চাকমা। আহত হয়েছেন জ্যোতি রঞ্জন চাকমা, মেয়ে এন্টি চাকমা ও মিন্টি চাকমা। তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


জানা যায়, দীঘিনালা উপজেলার বিভূতি রঞ্জন পাড়া এলাকায় বাসিন্দা জ্যোতি রঞ্জন চাকমার বাড়ী পাশে বিদ্যুতের খুঁটি থেকে হাই ভোল্টেজের একটি তার ছিড়ে উঠানে পড়ে। শুক্রবার রাতে ঘর থেকে উঠানে বের হলে কালা মিলে চাকমা সাথে সাথে বিদ্যূৎ স্পষ্ট হন। এসময় ছেলে সত্য জীবন চাকমা মাকে বাচাতে গিয়ে সেও বিদ্যুৎ স্পষ্ট হয়। খবর পেয়ে বাড়ীতে বাড়ীতে থাকা কালা মিলে চাকমার স্বামী জ্যোতি রঞ্জন চাকমা, দুই মেয়ে এন্টি চাকমা ও মিন্টি চাকমা তাদের উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎ স্পষ্ট হয়ে আহত হন। পরে খবর পেয়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালা মিলে চাকমা ও তার ছেলে সত্য জীবন চাকমাকে মৃত ঘোষনা করেন। আহত জ্যোতি রঞ্জন চাকমা, দুই মেয়ে এন্টি চাকমা ও মিন্টি চাকম কে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুজন মারা গেছে। লাশ ময়না তদন্ত ছাড়াই নিহতের আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করতে আসেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত