নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

Published: 06 Oct 2017   Friday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার রত্নাংকুর বন বিহারে শুক্রবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।


রত্নাংকুর বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় পুন্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন বৌদ্ধধর্মীয় ভিক্ষুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিসয় চাকমা। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ।

 

এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা’সহ সামাজিক, রাজনৈতিক নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূণ্যার্থী অংশ নেন।


এর আগে ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় পুষ্পপূজা, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, ভিক্ষুসংঘকে পিন্ডদান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, পূণ্যার্থীদের চীবর দান উৎসর্গ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত