বান্দরবানে বৌদ্ধদের বয়স্ক পূজা অনুষ্ঠান পালিত

Published: 05 Oct 2017   Thursday   

বান্দরবানে বৃহস্পতিবার বয়স্ক পূজা বা বয়স্কদের সম্মান প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান হিল পিপলস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের আয়োজনে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। বাঘমার পূর্ব পাড়া বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসবের পাশাপাশি বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। তবে বৃহস্পতিবার বেশিরভাগ বিহারে বয়স্ক পূজা অনুষ্ঠিত না হলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা অনুষ্ঠিত হয়েছে। 

 

জানা গেছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা। মারমা ভাষায় প্রবারণা উৎসবকে মহা ওয়াগ্যোয়াই পোয়ে বলা হয়। প্রবারণা উৎসবের পাশাপাশি বয়স্কদেরও পূজা করে মারমা সম্প্রদায়ের লোকেরা। ধর্মীয় ও সামাজিক রীতি-নীতি অনুসারে বয়স্ক পূজা অনুষ্ঠান পালিত হয়ে আসছে মারমা সম্প্রদায়ের মাঝে।


বৃহস্পতিবার সকালে বাঘমারা পূর্ব পাড়া বৌদ্ধ বিহারে বান্দরবান হিল পিপলস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের আয়োজনে বয়স্ক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বয়স্কদের মধ্যে ১৫ জন উপাসক, ১১ জন উপাসিকাকে দানীয় সামগ্রী প্রদান করা হয়। বাঘমারা পূর্ব পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ সমনা ভিক্ষু বয়স্ক পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনাসহ ধর্ম দেশনা প্রদান করেন। বয়স্ক পূজা অনুষ্ঠান জেলার প্রত্যেকটি বিহারে অনুষ্ঠিত হয়নি। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বৌদ্ধ নর-নারীরা বিহারে প্রার্থনা করেছেন। ভিক্ষুদের জন্য ছোয়াইন (খাবার) দানসহ পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা করেছেন। প্রদীপ জ্বালিয়ে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন।


বান্দরবান হিল পিপলস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ক্যসাপ্রু মারমা জিকো জানান, নতুন প্রজন্মদের মাঝে বয়স্কদের সম্মান বা পূজা করার বিষয়টি দিন দিন হারিয়ে যাচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি বয়স্কদের পূজা করার রীতি মারমা সমাজে প্রচলিত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত