রাঙামাটিতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকাঘরে ঢুকে ২ জন নিহতঃ আহত ৭

Published: 24 Sep 2017   Sunday   

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বাংলাদেশ টেলিভিশন উপ-কেন্দ্র রাঙামাটির এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকাঘরে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাল বোঝাই ট্রাক(চট্টমেট্রো-ট-১১৩০০) চট্টগ্রাম থেকে রাঙামাটির অভিমুখে যাওয়ার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বাংলাদেশ টেলিভিশন উপ-কেন্দ্র রাঙামাটির এলাকায় পৌছলে বিপরীত দিকে আসা পাহাড়িকা পরিবহন নামের একটি বাসকে সাইট দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি দোকানের ভেতর ডুকে পড়লে ঘটনাস্থলে ২ জন নিহত এবং আহত হন ৭জন।

 

পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন হাশেম মিস্ত্রি (৪০) ও নূর হোসেন(৬০)। আহত ৭ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন মহিদুল ইসলাম(২৯), নুর মোহাম্মদ(৩০) ও সিরাজুল ইসলাম(২৭)। রাঙামাটি চিকিৎসাধীন রয়েছেন সুমন(৪৫), সনিম(২৯), শরিফ(২৬) ও সালমা বেগম(২৬)।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি মালবাহী ট্রাক দোকাঘরের ভেতর ঢুকে পড়লে ২ জন নিহত ও ৫ থেকে ৭জন আহত হয়েছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত