রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় নাইক্ষ্যংছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ৯

Published: 21 Sep 2017   Thursday   

রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে ত্রাণ নিয়ে যাওয়ার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেডক্রিসেন্টের পণ্য ত্রাণবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রেডক্রিসেন্টের পণ্য ত্রাণ বাহী একটি ট্রাক উপজেলার সীমান্তবর্তী এলাকায় বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যান। তারা হলেন আব্দুল্লাহ (১৮), আব্দুল জলিল (৪০), সুরত আলম (৩৫), ছৈয়দুল আমিন (৩২), মো: আব্দুল্লাহ (১৬), মামুনুল হাকিম (৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর সুলতান আহমদ (৪৫), মুকবুল আহমদ (৫০) ও সুদর্শন বড়–য়া (৫০) আরো ৩ জন মারা যান। এ ঘটনায় ১৪ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতদের সবাইয়ের বাড়ী নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা: সালমান করিম খান জানান, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ১৩জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে আমতলি এলাকায় পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন মারা যায়। নিহত ও আহতরা সবাই শ্রমিক।


বান্দরবান জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেডক্রিসেন্টের ত্রাণ পণ্যবাহী ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত