খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগের দুর্নীতি ও পরীক্ষা বাতিলের দাবীতে সোমবার হরতাল ও সড়ক অবরোধের ঘোষনা

Published: 17 Sep 2017   Sunday   

সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক অবরোধের ডাক দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ও গেল ২৫ আগস্ট তারিখে নেয়া নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে এই হরতাল ডাকা হয়েছে।

 

পূর্ব ঘোষনা অনুয়ায়ী রোববার সকাল নয়টা শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলে দাবীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরা কর্মসূচী পালন করার কথা ছিল এই কমিটির। এর আগে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।


আন্দোলনকারীরা ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা পরিষদ থেকে জেলা পরিষদ ভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে এক সমাবেশ করে খাগড়াছড়ি সদর ্উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক চঞ্চু মনি চাকমা আগামী কাল সোমবার হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক অবরোধের ঘোষনা করেন।


এদিকে পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে রোববার সকাল ১১ টায় পরিষদের হল রুমে প্রেস ব্রিফিং করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বলে সকল নিয়ম মেনে শিক্ষক পরীক্ষা নিয়োগ নেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, ২০১৩ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি মালা মেনে উপজেলা ভিত্তিক ফল প্রকাশিক হয়েছে। তিনি আরো জানান নিয়োগ কার্যক্রম সকল সরকারী নিয়োগ বিধি প্রবিধি অনুসরন করে পরিচালিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত