খাগড়াছড়িতে শিশুসহ ২৫ জন রোহিঙ্গা উদ্ধার

Published: 14 Sep 2017   Thursday   
no

no

খাগড়াছড়ি মানিকছড়ি থেকে বৃহস্পতিবার নারী  ও শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ সুত্রে জানা যায়,খাগড়াছড়ি মানিকছড়িতে পাঞ্চারাম পাড়া এলাকায় বেশ কিছু রোহিঙ্গা ভোটার হয়ে বসবাস করে আসছে আগে থেকে। সম্প্রতি মায়ানমারে ঘটনায় বাংলাদেশে আসা ২৫ জন  রোহিঙ্গা খাগড়াছড়ি মানিকছড়িতে আগে থেকে বসবাস রোহিঙ্গাদের কাছে এসে আশ্রয় নেয়। পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশী পাহাড়ায় কক্সবাজার টেকনাফ আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহম্মদ খান জানান, খাগড়াছড়ি মানিকছড়িতে কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি পাঞ্চারাম পাড়া থেকে তাদের উদ্ধার করে পুলিশী পাহায় তাদের কক্সবাজার টেকনাফে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত