গ্রীনহিলের কমিউনিটি ওয়াচ গ্রুপের আলোচনা সভা

Published: 13 Sep 2017   Wednesday   

গ্রীনহীলের মিউনিটিওয়াচ গ্রুপের সদস্য ও সদস্যাদের নিয়ে বুধবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আশিকা মানবিক উন্নয়ন সংস্থার হল রুমে আয়োজিত একশনএইড বাংলাদেশ ও ইউএনএফপিএ সহায়তায় গ্রীনহিলের বাস্তবায়নাধীন মিউনিটিওয়াচ গ্রুপের সদস্য ও সদস্যাদের নিয়ে আলোচনা সভা উদ্বোধন করেন মংথোয়াই চিং। গ্রীনহীলের নির্বাহী পরিচালক চেয়ারপার্সন টুকু তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদস্য সচিব ভিক্টিম সাপোর্ট সেন্টার, কোতয়ালী থানার মো: জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম ইউএনএফপিএ সম্বনয়ক সুমন চাকমা, গ্রীনহীলের কর্মসূচী পরিচালক লাল ছোয়াকলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে ১৪টি কমিউনিটি ওয়াচগ্রুপ থেকে মোট ৬৬জনসদস্য-সদস্যগণ উপস্থিত ছিলেন এবং রাঙামাটি ভিক্টিমসাপোর্ট সেন্টারের দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ. এস. আইমিজ. হ্যামিপ্রু ও এ. এস. আইমিজ. নীপা আক্তার।

 

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য ও সদস্যাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা’র উপর আলোচনাসহ নির্ভয়ে থানায় গিয়ে অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ করেন।


উল্লেখ্য, গেল ১৩ জুন প্রাকৃতিক দূর্যোগকালীন জরুরী মোকাবেলায় রাঙামাটি পৌরসভায় বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় নারী ও পুরুষ নিয়ে কমিউনিটি ওয়াচগ্রুপ হিসেবে দল গঠন করা হয়। দলের মূল কাজ হলো দূযোর্গের সময় লিঙ্গ ভিক্তিক সহিংসতা বা উপর কাজ করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত