জুরাছড়ি উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “দপ্তরী-কাম-প্রহরী” নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েংছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার স্বাক্ষরিত চিঠিতে এ স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।
চিীঠতে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত একটি বিভাগ এবং এ বিভাগের ৩য় ও ৪থর্ শ্রেণী সকল পদে নিয়োগের এখতিয়ান জেলা পরিষদে ন্যস্ত। পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগীয় প্রতিষ্ঠান তথা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “দপ্তরী-কাম-প্রহরী” পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নীটিমালা বিভাগ হস্তান্তর নামা এবং পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান প্রবিধানের সাথে বিভিন্ন গরমিল লক্ষ করা যাচ্ছে। ফলে “দপ্তরী-কাম-প্রহরী” পদে নিয়োগের বিভিন্ন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বর্ণিত অবস্থায় এসব সংক্রান্ত সার্বিক বিষয়ে আরো গভীর ভাবে পর্যালোচনা পূর্বক পরিষদ কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা অত্যাবশ্যক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জেলা পরিষদের প্রেরিত পাওয়া বিষয়ে নিশ্চিত করেছেন।
উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, নীতিমালা অনুসারে জেলা পরিষদ এ নিয়োগ স্থগিত করতে পারেন না।
উল্লেখ্য, উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “দপ্তরী-কাম-প্রহরী” পদে নিয়োগ কার্যক্রম স্থগিতকৃত বিদ্যালয়ের মধ্যে রয়েছে হাজ্যামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামে মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মইন জুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনতা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবান বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.