খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব উপলক্ষে শনিবার খাগড়াছড়ি শহরে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পুনর্মিলনি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাউদ্দীল প্রমুখ।
এর আগে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে শতাধিক লোকজন অংশ গ্রহন করেন। আগামী ২৩ ডিসেম্বার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।
স্থানীয় শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টির ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিদ্যালয়ে টিচার্স ডরমিটরি নির্মাণ করে দেওয়ায় ঘোষণা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.