লামায় বিএনপি`র দু্ই কমিটির পাল্টাপাল্টি কর্মসূচী

Published: 24 Aug 2017   Thursday   

লামায় বিএনপির দু্ই কমিটির মধ্যে বৃহস্প্রতিবার পাল্টাপাল্টি কর্মসূচী করেছে। একটি পক্ষ  সভা অন্য পক্ষ   সভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। এতে যে কোন মহুর্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছ।

 

জানা যায়, বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের দ্বিতীয় তলা সদস্য সংগ্রহ ও নবায়ন’ কার্যক্রম উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভানেত্রী মাম্যাচিং। লামা পৌর বিএনপি’র সভাপতি আবদুর রব এর সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, জেলা যুবদল নেতা শিমুল দাশ, সেলিম রেজা, স্বেচ্ছাসেবকদল নেতা রিটল, মো. হারুণ, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন (কাউন্সিলর), গজালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম, যুবদল আহবায়ক মো. শাহীন, পৌর যুবদল সভাপতি সুলতান আহমদ মোমিন, ছাত্রদল নেতা শাফায়েত রাসেল, ইয়াছিন আরাফাত বুলবুল সহ প্রমূখ। সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল।

 

বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা বলেন, মূল ধারার বাইরে গিয়ে যারা সদস্য ফরম পূরণ করবেন তাদের ফরম কেন্দ্রে যাবে না। আমরা (মাম্যাচিং-জাবেদ) অনুমোদিত কমিটি। আমাদের স্বাক্ষর ছাড়া সদস্য ফরম অবৈধ।

 

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মিসেস মাম্যাচিং বলেন,  জেলা বিএনপি’র নামধারী ভুয়া কমিটির কারণে আজ দলের এই অবস্থা। লামা উপজেলা বিএনপি কমিটিকে আগামী ১ মাসের মধ্যে মূল ধারায় না আসলে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হবে ঘোষনা দেন।

 

অপরদিকে আলোচনা সভার বিরুদ্ধে রাতে জেলা বিএনপির চাচিং প্রু জেরীর সমর্থম লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন আমুর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়।  

 

সংবাদ সম্মেলনে লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন আমু সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় খ্যাত জেলা পরিষদ গেষ্ট হাউজের দ্বিতীয় তলায় বিএনপির তথাকথিত অসম্পূর্ন -আংশিক কমিটির নামদারী ম্যামাচিং ও জাবেদ রেজা পুলিশি পাহাড়ায় একটি সভা করে গঠনতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিভক্ত সৃষ্টি করে সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করেছেন। এ কারনে বিএনপি মহা ক্ষতি হয়ে গেছে।  বান্দরবানের বিএনপির চাচিংপ্রু জেরীর নেতৃত্ব সঠিক ভাবে বিএনপির সদস্য সংগ্রহ  ও নবায়ন কর্মসূচীকে বানচাল করার জন্য মিথ্যা বক্তব্যে দিয়ে বিএনপির সদস্য সংগ্রহে বাঁধা সৃষ্টি করছে ম্যামাচিং ও জাবেদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত