লামায় ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

Published: 22 Aug 2017   Tuesday   

"স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই" স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে লামায় ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।

 

কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যোগে  উপজেলা পরিষদ মাঠ চত্বরে মেলার উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান  থোয়াই নু অং চৌধুরী।  

 

 লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসমাম, উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান শারাবান তাহুরা, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, ডিডি- বিএডিসি,  উপজেলা কৃষি অফিসার নুরে আলম, সকল ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ। এছাড়া মেলায় উপজেলাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, কৃষক ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

ফলদ ও বৃক্ষ মেলায় সরকারী, বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন ১১টি প্রতিষ্ঠান স্ব-স্ব স্টল নিয়ে নানান জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শনী করে অংশগ্রহন করেন। মেলা শেষে উপস্থিত লোকজনের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছে চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে থোয়াইনু অং চৌধুরী বলেন, পরিবেশের উপর কিছু মানুষ বিরূপ আচরনের কারনে পাহাড়ে বৃক্ষসহ প্রাকৃতিক সম্পদ উজাড় হয়ে গেছে। তার কারনে পৃথিবীতে তাপ মাত্রা বৃদ্ধিসহ পরিবেশের ভারসাম্য হারিয়ে যেতে বসেছে। তাই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে নিজ থেকে দায়িত্ব মনে করে একটি করে গাছ লাগান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত