মা’কে হারিয়ে শিশু ফারিয়া ও ফাহিম শুধু কাঁদছে

Published: 20 Aug 2017   Sunday   

আড়াই বছরের শিশু ফারিয়া জান্নাত মাহি’র কান্নার আর্তনাদ কে থামাবে? সঙ্গে কাঁদছে তার বড় ভাই ফাহিমও (৫)৷ তারা আম্মু আম্মু করে কাঁদছে, এ সময় তারা কেঁদে কেঁদে বলছে আমার আম্মুকে এনে দাও৷ কোন ভাবেই কাঁন্না থামছিল না ৷ এই শিশুদের কান্নার আত্নচিৎকারে আশে-পাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। 

 

রোববার মাহি আর ফাহিমের মা জান্নাতুল মাওয়া খুকির ধর্মীয় রীতি অনুযায়ী ৪ঠা দিবসের ফাতেহা সম্পন্ন হয়েছে আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকার নিজ গৃহে । গেল ১৭ আগষ্ট গভীর রাতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকার নিজ গৃহে খুন হন জান্নাতুল মাওয়া খুকি।

 

এ ঘটনায় গেল ১৭ আগষ্ট নিহত জান্নাতুল মাওয়া খুকির(২৪) মা মোহছেনা বেগম বাদী হয়ে আলীকদম থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ৷

 

নিহত জান্নাতুল মাওয়া খুকির ভাই মোঃ নাছির জানান, তার বোন খুন হওয়ার পর তার দুলাভাই মোর্শেদ আলম বোনের মৃত্যুর সংবাদ শুনে দেশে চলে আসার জন্য চেষ্টা করছে৷ মোর্শেদ আলম এখন সৌদি আরব রয়েছেন৷ কিন্তু প্রক্রিয়াগত কারণে আসতে পারছেন না ৷  রোববার ধর্মীয় রীতি অনুযায়ী বোনের নিজ গৃহে ৪ঠা দিবসের ফাতেহা সম্পন্ন হয়েছে। ফাতেহা শেষে তার  বোনের ছেলে মোঃ ফাহিম ও মেয়ে ফারিয়া জান্নাত মাহি-কে নিয়ে তাদের বাড়িতে যাবেন।

 

মামলার বাদী মোহছেনা বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার আদরের মেয়ে খুকি (জান্নাতুল মাওয়া খুকি) কে ওরা তার কাছ থেকে নিয়ে গেছে৷ তার নাতিদের কান্না থামাতে পারছেন না৷ শুধু কাঁদছে ওরা৷ কোনভাবেই শান্ত করতে পারছেন না ৷ যারা তার মেয়েকে খুন করেছে তাদের (হত্যাকারীদের) ফাঁসির দাবি জানান তিনি।

 

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আহম্মদ জানান,তার এলাকার এ ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে৷ প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী জান্নাতুল মাওয়া খুকি’র হত্যাকারে সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ৷

 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সায়েদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জান্নাতুল মাওয়া খুকি হত্যাকান্ডের বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের নিবিড় তদন্ত চলছে৷ তবে শীঘ্রই এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত