কাপ্তাই কর্ণফুলি ডিগ্রি কলেজের তংচংগ্যা ছাত্র-ছাত্রীদের নবীন বরণ

Published: 19 Aug 2017   Saturday   

কাপ্তাই কর্ণফুলি ডিগ্রি কলেজের তংচংগ্যা ছাত্র ছাত্রীদের নিয়ে শনিবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক এ্যারিষ্টল তংচংগ্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা।


অনন্ত তংচংগ্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আ`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,তংচংগ্যা কল্যান সংস্হার সাবেক মহাসচিব শিক্ষাবিদ বিধু ভূষন তংচংগ্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা,কাপ্তাই উপজেলা আ`লীগ সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, সমাজকর্মী রাজীব তংচংগ্যা, বড়ইছড়ি তংচংগ্যা ছাত্রাবাস এর তত্বাবধায়ক চিরন্জিত তংচংগ্যা, ওয়াগ্গা ইউপির সদস্য মায়ারাম তংচংগ্যা এবং শ্যামল তংচংগ্যা প্রমুখ।


অনুষ্ঠানে কাপ্তাই কর্ণফুলি ডিগ্রি কলেজ এবং রাংগুনিয়া কলেজে একাদশ শ্রেনীতে অধ্যয়নত ছাত্র ছাত্রীদের এবং বিএসপিআই এর প্রথম বর্ষেরর ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত