রাঙামাটিতে হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

Published: 17 Aug 2017   Thursday   

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স চালুর দাবীতে বৃহস্পতিবার সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের মহা-পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন।

 

জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের হাতে রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এসময় রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা কমিটির আহ্বায়ক পূর্ন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু চাকমা, প্রচার সম্পাদক লিটন শীল, জেলা কমিটির সদস্য শান্তিরন চাকমা, দয়াল চন্দ্র চাকমা, ইয়াদুব আলী, জ্ঞান চাকমা, কাউখালী উপজেলা কমিটির সভাপতি অতুল বিকাশ চাকমা, নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি জীবন চাকমা’সহ জেলা ও অন্যান্য উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই) কর্তৃক ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স এর কারিকুলাম প্রণয়ন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত বছর ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন এবং ডিপ্লোমা কোর্স চালুর নির্দেশনা প্রদান করেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় অবিলম্বে কোর্স চালুর দাবীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এ স্বারকলিপি প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত