কাপ্তাইয়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনা বিষয়ে সভা

Published: 13 Aug 2017   Sunday   

রোববার কাপ্তাইয়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজস্হলী উপজেলার উদ্যোগে আর স্টপ-এর সহায়তায় উপজেলাস্থ চন্দ্রঘোনা কেআররসি উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক(প্রশাসন) মোঃ জাহাঙ্গীর হোসেন খান।  কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল অালমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, আর স্টপ রাজস্হলী উপজেলার ব্যবস্হাপক মুসফিকুল ইসলাম,কেআররসি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক।

 

সমাবেশে বক্তারা বয়ঃসন্ধিকালে প্রত্যেক পিতামাতার উচিত তাদের সন্তানদের পাশে দাড়ানো।এই বয়সে তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা উচিত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত