বরকলে বন্যায় ৫ ইউনিয়নে আট শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Published: 13 Aug 2017   Sunday   

টানা ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙামাটির বরকল উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৮শতাধিক বসতবাড়ি,রাস্তাঘাট,ক্ষেত খামার পানিতে ডুবে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন।

 

জানা যায়, টানা ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বরকল উপজেলার ৫টি ইউনিয়ন বড় হরিণা,ভুষণছড়া,আইমাছড়া,বরকল ও সুবলং ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকাগুলোর মধ্যে হচ্ছে শ্রীনগর বাজার, কুকিছড়া বাজার, আমতলা, ভুষণছড়া, এরাবুনিয়া, আন্দার মানিক,কালাপুনা ছড়া,বরকল সদর, চাইল্যাতুলি, বরুণাছড়ি, ইসলামপুর ও নতুন পাড়া। এছাড়া এসব ইউনিয়নের রাস্তাঘাট বাগান বাগিছা ও ক্ষেতখামার পানিতে ডুবে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার লোকজন মানবেতর জীবন যাপন করছেন।

 

বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, গেল তিন দিন ধরে প্রবল বর্ষনে প্রায় ৮শতাধিক বসতঘর সহ রাস্তাঘাট,ব্রীজ কার্লভাট,বাগান বাগিছা ও ক্ষেতখামারের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এবার সহ পর পর তিনবার বন্যায় ক্ষতিগ্রস্থ হলো। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারেরা অনেকেই তাদের আত্মীয়ের বাড়ি আবার অনেকেই মানবেতর জীবন যাপন করছে।

 

তারা অভিযোগ করে আরো জানান, দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিগ্রস্ত পরিবারেরা সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থা থেকে ত্রান অনুদান তেমন কিছু, পায়নি। বর্তমানে ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ত্রাণ সহ অন্যান্য সাহায্য সহায়তা পাবে কিনা চেয়ারম্যানরা সংশয় প্রকাশ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত