লামায় ভিজিডির জব্দকৃত ১৮৪ বস্তা জব্দের প্রকৃত ঘটনা অধরা থেকে গেলো !

Published: 10 Aug 2017   Thursday   

লামা বাজারের নিউ রনি স্টোরে সরকারের ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচীর ব্লক সম্বলিত ১৮৪ বস্তা চাল আটককে কেন্দ্র করে ধুম্রজালের সৃষ্টির ঘটনার মাঝে প্রশাসনের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে সকলেই হতাশ হয়েছেন।

 

রনি স্টোর থেকে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাল গুলো জব্দ করার পর চালের বৈধতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে  বৃহস্প্রতিবার লামা উপজেলা প্রশাসন জব্দকৃত চাউল গুলো বৈধতা দিয়ে ছেড়ে দিয়েছে। অধিকর তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসতো বলে দাবী করছেন সচেতন মহল।

 

এদিকে রনি স্টোরের মালিক রনি কর্মকার ও ডিও ব্যবসায়ী ডিলার মো. রহিম রেশন সামগ্রী ক্রয়ের ডিও লেটার উপস্থাপন করেছেন। এতে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ও সহকারী কমিশনার ভূমি সায়েদ ইকবাল বৃহস্পতিবার রনি স্টোরে সরজমিনে পরিদর্শন করে জব্দকৃত চাল গুলো রেশনের চাল বিবেচনায় ভিজিডি ব্লক সম্বলিত চাল গুলোর উপর থেকে আরোপিত সিলগালা তুলে নেন। তবে এসময় উপজেলা নির্বাহী অফিসার ডিও ব্যবসায়ী এবং রনি স্টোরের মালিক থেকে পৃথক মুচলেখা নেন।

 

এদিকে বৃহস্পতিবার আলীকদমের চার ইউপি চেয়ারম্যান আলীকদম প্রেস কাবে সংবাদ সম্মেলনে দাবী করেছেন, লামায় রনি স্টোরের জব্দকৃত চাল  আলীকদমের ভিজিডি কর্মসূচীর নয়। তবে এ চাউল  নিয়ে সৃষ্ট জটিলতার অবসান না ঘটিয়ে তাড়াহুড়া করে বৈধতা দিয়ে ছেড়ে দেওয়ায় জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে।জব্দকৃত সরকারী চাউল গুলো কোথাকার চাউলের সঠিক তথ্য অধরায় থেকে গেলো। প্রশ্ন থেকে গেলো লামা- আলীকদম উপজেলায় সরকারী বরাদ্দকৃত চাউলের সুষ্ঠ বন্টন নিয়েও প্রশ্ন।

 

বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান,১৫/১৬টি ভিজিডির ব্লক সম্বলিত বস্তায় রেশনের চাল সরবরাহ করা হয়েছে।

 

আলীকদম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডি কর্মসূচীর ব্লক লাগানো চালের বস্তা রেশনের চাল হিসাবে সরবরাহ করে আলীকদম খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারীরা সতর্কতার পরিচয় দেননি। যার কারণে এলাকায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ চাউল নিয়ে কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না।

 

আলীকদম উপজেলা খাদ্য অফিসার মংহ্লাপ্রু মার্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গেল ৩১ জুলাই আলীকদম সেনা জোনের বরাদ্দকৃত ৩৯টন ৫শত কেজি চাউল ৫০ কেজি বস্তায় ডিও-এর মাধ্যমে চাউল নিয়ে যায়। তবে এ চাউলের তিন ধরনের সিলমারা ছিল।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত