লামায় আদিবাসী দিবস পালিত

Published: 09 Aug 2017   Wednesday   

বুধকবার বান্দরবানের লামা উপজলোয় নানান আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

 

পালিটোল ছাত্রাবাস প্রাঙ্গনে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা কমরেড হাজি বশিরুল আলম। উদযাপন কমিটির সভাপতি ও রূপসীপাড়া ইউপি`র  সাবেক চেয়ারম্যান চাহ্লাখাইন মার্মার সভাপতিত্বে বক্তব্য দেন, ওয়ার্কস পাটির বান্দরবান সমন্বয়ক কমরেড আবুল কালাম, জনসংহতি সমিতির সভাপতি অংগ্যা মার্মা, ম্রো যুব ফোরামের নেতা চংপাত ম্রো, ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি ইলিশ্যা ত্রিপুরা, ত্রিপুরা ষ্টেুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিরেন্দ্র ত্রিপুরা, পিসিপি মাতামুহুরী কলেজ শাখার সভাপতি সত্যপ্রিয় চাকমা প্রমূখ।

 

‌এর আগে একটি র‌্যালী লামা পালিটোল ছাত্রাবাস থেকে শুরু হয়ে লামা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্রগ্রাম  চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত