কাপ্তাইয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ক সেমিনার

Published: 09 Aug 2017   Wednesday   

বুধবার কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’ (বিএসপিআই)  এ শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’ (বিএসপিআই) এর আয়োজনে  ‘ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল উড ডিপার্টমেন্টের মিলনায়তনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

 

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, মেকানিক্যাল টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মাহাবুব-উল আলম, নন-টেক টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. আবু সাইম জাহান, অটো মোবাইল টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. সেলিম আফরাদ জোয়ারদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসপিআইয়ের নন-টেক বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর এএসএম মাইনুল হুদা সিরাজী। পরে অতিথিরা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত