খাগড়াছড়ি সরকারী কলেজে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তি উৎসব

Published: 30 Jul 2017   Sunday   

রোববার খাগড়াছড়ির সরকারী কলেজে রবীন্দ্র- নজরুল জন্ম জয়ন্তি উদ্যাপন করা হয়েছে।

 

কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন, কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।

 

কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান,  খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে শিল্পিদের সাথে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক ও গান পরিবেশন করেন।

 

বক্তারা  প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে, পরিবারকে, সমাজ ও দেশ জাতিকে এগিয়ে নেওয়ার জন্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য চর্চ্চার জন্য আহবান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান সকল ছাত্র-ছাত্রীকে ভবিষৎ জীবন গড়ার জন্য,  নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রকৃত গুণগত  শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে উন্নতির দিকে ধাবিত করে সকলকে এক সাথে মিলে মিশে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত