খাগড়াছড়ি সরকারী কলেজে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Published: 29 Jul 2017   Saturday   

শনিবার খাগড়াছড়ি সরকারী কলেজের নবীন বরণ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


কলেজ প্রাঙ্গনে আয়োজিত অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি,পানছড়ির লতিবান ইউনিয়নের ৩বারে নির্বাচিত চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা। কলেজের অধ্যক্ষ ড.মোঃ আব্দুল সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমুনি চাকমা, খাগড়াছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীর কুমার চাকমা ও অধ্যক্ষের সহধর্মীনি উম্মে সালমা মিলি।


বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ, অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক জাহেদ হাসান, ছাত্রী আসমা আক্তার, চেংনু চৌধুরী, রানা কান্তি দাশ প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- ‘প্রত্যেক মানুষ সকাল হতে রাতে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে কাজ করেন, যে কথা বলেন, যে আচরণ করেন তার সাথে মানুষের মঙ্গল, অমঙ্গল নির্বর করে। তাই যে মানুষ, যে সমাজ, যে দেশ ও জাতি যত বেশী ভাল কাজ করবে, ভাল কথা বলবে, ভালো আচরণ করবে, ভাল চিন্তা করবে, সেই ব্যাক্তি, সেই সমাজ, সেই দেশ ও জাতি তত বেশী এগিয়ে যাবে। অন্যথায় তার বিপরীত দিকে ধাবিত হবে।


তিনি আরো বলেন- একটি বহুতর ভবন নির্মাণ করতে যেমনি ফাউন্ডেশন দিতে হয তেমনি জীবনে প্রতিষ্ঠিত হতে হলে যথযথভাবে ভালো শিক্ষা অর্জন করতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে চরিত্রবান হতে হবে। মনে রাখতে হবে ঝড়, বৃষ্টি, তুফানের জট কেটে যাওয়ার অপেক্ষায় নয়। ঝড়, তুফান উপেক্ষা করে এগিয়ে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে।
--হিলিিড২৪/সম্পাদসা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত