খাগড়াছড়ির দূর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করল সেনাবাহিনী

Published: 29 Jul 2017   Saturday   

খাগড়াছড়ি জেলা সদরের দূর্গম নুনছড়ি হেডম্যান পাড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

শনিবার দুপুরে নুনছড়ি শিশু নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির উদ্বোধন করেন মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: আব্দুল্লাহ জুনায়েদ। এসময় জোনের উপ অধিনায়ক মেজর মঞ্জুর এলাহী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, স্থানীয় কার্বারী তেজেন্দ্র লাল রোয়াজা প্রমুখ।

 

দূর্গম এলাকার শতাধিক পাহাড়ী বাঙালী পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে ও মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্বাবধানে বিদ্যালয়টি নির্মিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত