অলিম্পিক ডে উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

Published: 28 Jul 2017   Friday   

অগ্রসর হও, শিখ এবং উদঘাটন করো এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার অলিম্পিক ডে উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।


জেলা ক্রীড়া সংস্থার হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক বরুন দেওয়ান। অনুষ্ঠানে জেলার বরণ্যে ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।


এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে জেলা ক্রীড়া সংস্থা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা মাদকের কারণে খেলাধুলায় বাধা হয়ে দাড়িয়েছে উল্লেখ করে বলেন, মাদক এখন খেলার মাঠে বিস্তৃতি ঘটেছে। তাই এখন থেকে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। বক্তারা আরো বলেন, এক সময় রাঙামাটিতে জাতীয় পর্যায়ে কৃতি খেলোয়াড় গড়ে উঠলেও বর্তমানে সেই পর্যায়ের কৃতি খেলোয়াড় গড়ে উঠতে পারছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত