লংগদুতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের বাসগৃহের নক্সা তৈরীর নির্দেশ ইউএনও-কে

Published: 26 Jul 2017   Wednesday   
no

no

রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা হত্যা ঘটনাকে কেন্দ্র করে তিন টিলাসহ তিনটি পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থদের বসত ঘর নির্মাণের জন্য প্রাক্কলন ব্যয় ও নক্সা তৈরী করে জরুরী ভিত্তিতে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প।

 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গেল ১১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবুল কালাম শামসুদ্দিনের স্বাক্ষরিত পাঠানো চিঠিতে উল্লেখ করা, গত ২০ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে পাঠানো এক চিঠিতে লংগদু উপজেলায় অগ্নিকান্ডে ভূস্মিভূত ২১২টি পরিবারের ঘরবাড়ি (৩ কক্ষ বিশিষ্ট ১টি সেমি পাকা ঘর, ১টি রান্নাঘর ও ১টি শৌচাগার ও ৮টি দোকান ঘর নির্মানের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। তাই আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ডিপিপিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী জনগোষ্ঠীদের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণের সংস্থান রয়েছে। ডিপিপি অনুযায়ী প্রতিটি ঘরের প্রক্কালিত মূল্য আইটি ভ্যাটসহ ৫লাখ ২৫ হাজার টাকা ধরা হয়েছে। তবে প্রতিটি বাসগৃহ নির্মানের জন্য চাহিদা অনুযায়ী আইটি ভ্যাট শতকরা ১০ শতাংশ বাদ দিয়ে ৪ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হবে। চিঠিতে এসব বাসগৃহের প্রাক্কলন ব্যয় অনুযায়ী নক্সা তৈরী করে জরুরী ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

 

এ ব্যাপারে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাদ্দেক মেহেদী ইমাম জানান, নির্দেশ অনুযায়ী বাসগৃহের নক্সা তৈরী করা হচ্ছে। তবে চিঠিতে বাসগৃহ নির্মাণে প্রাক্কলনের ব্যয় উল্লেখ রয়েছে। তাই বাসগৃহের নক্সা তৈরী করে কয়েক দিনের মধ্যে পাঠানো হবে।

 

উল্লেখ্য গত ১ জুন দিঘীনালা-খাগড়াছড়ি সড়কের খাগড়াছড়ি সদর থানার চার মাইল এলাকায় স্থানীয় যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়। পরদিন ২ জুন সকালে লংগদুর বাট্ট্যাপাড়া থেকে লংগদু সদর পর্যন্ত লাশ নিয়ে স্থানীয় বাঙালী মিছিল বের করে। এ সময় তিনটিলা,মানিকজোড় ছড়া ও বাট্টাপাড়ায় পাহাড়ীদের ঘর বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। এতে ২১২টি পাহাড়ীদের ঘরবাড়ি ও ৮টি দোকানঘর সম্পুর্ণ পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যান গুণামালা চাকমা নামে এক বৃদ্ধা ।এই ঘটনায় লংগদু থানার পুলিশ উপ পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩/৪শ জন অজ্ঞাত জনকে আসামী লংগদু থানায় একটি মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত