পানছড়িতে মা সমাবেশ অনুষ্ঠিত

Published: 26 Jul 2017   Wednesday   

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন মা সবামেশ ও নতুন শ্রেণি কক্ষ বুধবার উদ্ধোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিশ শরমীন।  ইউপি সদস্য ও এসএমসি’র সভাপতি করুনা মুখী চাকমার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ধনাচন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য রাখেন, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, রঞ্জনমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য যুদ্ধরাম চাকমা, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য অর্জন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির ‘রীড’ প্রকল্পের টেকনিক্যাল অফিসার লোকজ্যোতি চাকমা, জাতীয়পুরস্কার  প্রাপ্ত কৃষি উদ্যোক্তা ও সাবেক ইউপি সদস্য সুজন প্রিয় চাকমা প্রমূখ।

 

বক্তারা শিক্ষা সংক্রান্ত কার্যক্রমে স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদের সম্পৃক্তত বৃদ্ধি, বিদ্যালয়ে শিখন পরিবেশ নিশ্চিতকরণএবং শিশুদের শিক্ষাসংক্রান্ত বিষয়ে অভিভাবকদের ভুমিকা বিষয়ে গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত