কাপ্তাইয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক প্রচার-প্রচারনায় ইউএনও

Published: 25 Jul 2017   Tuesday   

মঙ্গলবার কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনামূলক প্রচার প্রচারনা  চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তারিকুল আলম।

 

মাদককে  না বলুন, ১৮ এর আগে বিয়ে নয়, যৌতূক একটি সামাজিক ব্যধি, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ সমাজের অভিশাপ, গাছ লাগান পরিবেশ বাঁচান প্রভৃতি সমাজহিতকর স্লোগান সমৃদ্ধ প্ল্যাকাট নিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষক ও  ছাত্র ছাত্রীদের সচেতনমুলক প্লে কার্ড বিতরণ করেন।  

 

এদিকে উপজেলা নির্বাহী  তারিকুল আলম কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষে গিয়ে ছাত্র ছাত্রীদেরকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ,যৌতূক এর কুফল সম্পর্কে অবহিত করেন এবং প্লে কার্ড বিলি করেছেন।

 

কাপ্তাই বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কাজী মোশাররফ হোসেন  জানান, নির্বাহী  কর্মকর্তার এই কর্মকান্ড প্রশংসাযোগ্য।

 

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, উদীচী কাপ্তাই এর সাধারন সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত বলেন নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় এই সম্প্রকিত বিষয়ে উপস্হিত সকলকে সচেতন করার চেষ্টা করছেন। তাঁর এই কর্মকান্ড সমাজ থেকে মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ, যৌতুক নির্মুলে সহায়ক ভূমিকা পালন করবে।

 

উপজেলা নির্বাহী  তারিকুল আলম জানান সাধারনত স্কুল কলেজের ছেলেমেয়েরা অতি সহজে জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে,কেউ অল্প বয়সে নানা রকম মরনব্যাধি মাদক গ্রহণ করছে।আবার অনেক অভিভাবক মেয়েদেরকে স্কুলের গন্ডি পেরোবার আগেই বিয়ে দিয়ে দিচ্ছেন। মূলত সামাজিক, রাষ্টীও এবং নিজের বিবেকবোধ চেতনা  থেকে তিনি এই কর্মকান্ড করে যাচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত