লামায় এক ব্যক্তির লাশ উদ্ধার

Published: 24 Jul 2017   Monday   

লামা উপজেলার বমু খালের কচুছড়া নামক স্থান থেকে সোমবার সকালে পানিতে ভেসে আসা মোঃ জাবের আহমদ (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, জাবের আহমদ ও ইব্রাহীম গজালিয়া ইউনিয়নের দূর্গম লুলাইং এলাকায় তামাক চাষ করতো। রোববার বিকেলে লুলাইং খালের মুখ নামক স্থানদিয়ে পানির স্রোতের সাথে একটি বড় ধরনের গাছের চালি নামতে দেখে মোঃ জাবের ও ইব্রাহীম লোভের বসবতি হয়ে ধরতে যায়। এ সময় মুসল ধাররে বৃষ্টির কারনে খালে বেশী পানি ও স্রোত থাকায় তাদের ভাসিয়ে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা মো. ইব্রাহিম (৩০) সাতাঁর কেটে কূলে ফিরে এলেও জাবের আহম্মদ কূলে উঠতে পারেনি। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরে তাকে আর সে রাতে পাওয়া যায়নি। সোমবার সকাল ৯টার দিকে বমু খালের কচুছড়া নামক স্থানে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়।।

 

মোঃ জাবের আহম্মদ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মালুম্যা এলাকার মোজাফফর আহমদের ছেলে বলে জানান ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার।

 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, পানিতে ভেসে যাওয়ার খবর পেয়ে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রোববার রাতে। কিন্তু জাবেরকে পাওয়া যায়নি। সকালে তার লাশ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন জাবেরের লাশ দেখে সনাক্ত করেছেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন বমু খালের পানিতে ভেসে আসা  জাবেরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। জাবের ও ইব্রাহীম স্রোতের মাঝে উজান থেকে নেমে আসা একটি বড় ধরনের গাছের চালি ধরতে গিয়ে ভেসে গিয়ে জাবের মৃত্যু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত