রাঙামাটিতে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: 23 Jul 2017   Sunday   

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রোববার জেলা সদরসহ রাঙামাটি জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

 

রাঙামাটি সদরের গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী। এসময় রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন ।


এদিকে এ কর্মসূচির অংশ হিসেবে আসামবস্তি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এতে আসামবস্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক অংশ গ্রহন করেন। 


উপজেলা সদর প্রাথমিক শিক্ষা কর্মর্কর্তা ত্রিরতন চাকমা জানান, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রজাতির গাছ রাঙামাটি সদরসহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকরা একটি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত