শিক্ষার মানোন্নয়নে পানছড়ি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

Published: 18 Jul 2017   Tuesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মঙ্গলবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা।


পানছড়ি উপজেলা সহকারী রিসোর্স ইন্সট্রাক্টর মো: খলিলুর রহমান জাহিদের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, প্রাথমিক শিক্ষা অফিসার মো: মইনুল ইসলাম, রিসোর্স ইন্সট্রাক্টর নিরুপম আচার্য্য, প্রধান শিক্ষক সন্বীপন চাকমা ও নুরুল আবছার প্রমূখ। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, গুনীজন ও জনপ্রতিনিধিরা নিয়ে এ মত বিনিময় সভায় অংশ গ্রহণ করে।


মত বিনিময় সভায় উপজেলায় বিভিন্ন বিদ্যালয় প্রধানদের কাছ থেকে কিভাবে শিক্ষার মনোন্নয়ন করা যায় ও বিভিন্ন সমস্যাদি জানতে আলোচনা উম্মুক্ত আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়সমুহের সমস্যাগুলো কাগজে লিপিবদ্ধ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণের জন্য প্রধান শিক্ষকদের অনুরোধ জানানো হয়।


অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন সদস্যাগুলো ক্রমান্বয়ে নিরসন কল্পে আশ্বাস প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত