সুবলং ইউপি’র উদ্যোগে বিনামূল্যে বই বিতরণ

Published: 16 Jul 2017   Sunday   

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার এলাকার গরীব ও মেধাবী ৩১শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে।


সুবলং বাজারের হাটখোলা বাজার সেটে বিনামুল্যে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সকালের খবরের রাঙামাটি জেলা প্রতিনিধি ও দৈনিক রাঙামাটির স্টাফ রিপোর্টার বিহারী চাকমা, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অমল কান্তি চাকমা, সুবলং ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি লীলাময় কার্বারি, বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান,সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও কাঞ্চন চাকমা এবং শিক্ষার্থী প্রশিকা চাকমা। অনুষ্ঠানে সুবলং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষিত মানুষ না হলে সমাজ ও দেশ এগিয়ে যেতে পারবে না। আলোকিত মানুষ ছাড়া এলাকায় শান্তি ও স্থিতিশীলতা আসবে না। শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হতে হবে। তাদের চিন্তা-চেতনার মধ্যে মানবিক মুল্যবোধ জাগ্রত করতে হবে।


সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, ইউনিয়ন পরিষদের স্বল্প বাজেটের মধ্যেও বিগত ৬ বছর ধরে পরিষদের উদ্যোগে তারা এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি ফিস, বই-পুস্তক ক্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বই বিতরণ বাবদ গত ৬ বছরে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য ২ লক্ষাধিক টাকা এলাকার গরীব মানুষকে সহযোগিতা দেয়া হয়েছে। এ ধরণের কাজে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসএসসি পাশ করা ৩১ শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত