কাপ্তাই হ্রদকে ইকো ট্যুারিজমে রূপান্তর করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে-উপমন্ত্রী জ্যাকব

Published: 15 Jul 2017   Saturday   

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, কাপ্তাই হ্রদকে ইকো ট্যুারিজমে রূপান্তর করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হবে।

 

তিনি আরো বলেন,  রাঙামাটির এই কাপ্তাই হ্রদকে সারা জাতির ও বিশ্বের কাছে উপস্থাপন করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গড়ে তোলা সেই জন্য পরিবেশ ও বন মন্ত্রনালয়ের মাধ্যমে প্রজেক্ট করে কাপ্তাই হ্রদের  রাঙামাটি সদর থেকে সুভলং পর্যন্ত একটি মাষ্টার প্লান তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

 

শনিবার রাঙামাটি  সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে জেলা  ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সভার উদ্ধোধকের বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলন।

 

রাঙামাটি পৌর আওয়ালীগের সভাপতি হাজী মোঃ সোলাইমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের  কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি  চিংকিউ রোয়াজা,এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন,সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সাংগঠনিক  বিভিন্ন কার্যক্রম  নিয়ে আলোচনা করেন।

 

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, পাহাড় ধসে রাঙামাটি জেলায় ক্ষতিগ্রস্তদের ব্যাপারে প্রধানমন্ত্রী সব সময় খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্থদের টেকসই স্থায়ী পুনর্বাসনে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। পার্বত্যঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা মুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত