রাঙামাটিতে সমবায় কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

Published: 12 Jul 2017   Wednesday   

রাঙামাটিতে জেলা সমবায় কার্যালয়ের সাথে উপজেলা সমবায় কার্যালয় সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০১৭-২০১৮ স্বাক্ষর ও মাসিক সমন্বয়সভা বুধবার  অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ। এ সময় জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ, লংগদু সমবায় কর্মকর্তা মোঃ ছদর আমিন, রাজস্থলী সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, জুরাছড়ি সমবায় কর্মকর্তা শ্যামল চক্রবর্তী, বাঘাইছড়ি সমবায় কর্মকর্তা আনন্দ মোহন পালিত, বরকল সমবায় কর্মকর্তা জেকলিন চাকমা, বিলাইছড়ি সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টচার্য্য, নানিয়ারচর সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম ও কাপ্তাই সমবায় কর্মকর্তা নাদিরা বেগম’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আশিষ কুমার চৌধুরী।

 

অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে আর্থ-সামাজিক উন্নয়নের জন্যে সমবায়ের কোনো বিকল্প নেই। পৃথিবীর অনেক উন্নত দেশে সমবায়ের অস্তিত্ব ও সাফল্য বিশেষ ঈর্ষণীয়। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে এ জেলার অনেক মানুষের। পাহাড়ের সকল জনগোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে যাতে আর্থ-সামাজিক উন্নয়ন লাভ করতে পারে সে লক্ষ্যে সমবায়ের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানায় বক্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত