বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সনাক-টিআইবি’র সাথে অংশীজনের মতবিনিময় সভা

Published: 06 Jul 2017   Thursday   
no

no

বৃহস্পতিবার রাঙামাটি শহরের রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সনাক-টিআইবি’র সাথে বিভিন্ন অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মধ্যে দায়দায়িত্ব সম্পর্কে অধিকতর সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায়নারীদের অংশ গ্রহণ নিশ্চিতকরন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে করনীয় এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা ও সমাধানের কৌশল নির্ধারনের ব্যাপারে আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রূপায়ন দেওয়ান। আরো উপস্থিত ছিলেন সনাক রাঙমা টির শিক্ষাউপকমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা, সনাক সদস্য নিরূপা দেওয়ান, স্বজন সদস্য ও রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক এবং অভিভাবক সদস্য জবা বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষকরা।  

 

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীরা বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভা নিয়মিত করা,নিয়মিত মা সমাবেশের আয়োজন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষা উপকরণ ব্যবহার, সিলেবাস অনুযায়ী পাঠদান এবং অভিভাবকদের সন্তানদের পড়ালেখা ও বিদ্যালয়ের শিখন পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে  দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন।

-–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত