পানছড়িতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা বিতরন উদ্বোধন

Published: 20 May 2017   Saturday   

শনিবার খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা বিতরন,স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সফটওয়ার  প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি ডিগ্রী কলেজে এ সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীরদত্ত চাকমা। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব শ্যামা প্রসাদ বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা,পানছড়ি ইউএনও মুহম্মদ আবুল হাশেম এছাড়া জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজের প্রধানগণ ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সভা শুরুতেই উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক শ্যামা প্রসাদ বেপারী খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের  উপবৃত্তি প্রদান উদ্ভোধন করেন। এবং জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংকের মাধ্যম্যে নিজের একাউন্টে উপবৃত্তি টাকা পাবে। এছাড়া স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সফটওয়ার প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মত বিনিময় করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত