রাঙামাটি নাসিং ইনষ্টিটিউটের এক শিক্ষার্থী নার্সের মৃত্যুর ঘটনায় শোকাহত অন্যান্য শিক্ষার্থী নার্সরা দিন দিন অসুস্থ্য হয়ে পড়ায় ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত ইনষ্টিটিউটটের এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
জানা যায়,শনিবার সকালে ইনষ্টিটিউটের শিক্ষার্থী মৃত মাহমুদা খাতুনের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী নার্স মাহমুদা খাতুনের মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে ইনষ্টিটিউটের ছাত্রী নিবাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা এখনো শোকাহত। অনেক শিক্ষার্থী এ ঘটনায় স্বাভাবিক হতে না পরায় অনেকে অসুস্থ্য হয়ে পড়ছে। এ ঘটনার পর শিক্ষার্থী নার্সদের কর্মবিরতীর কারণে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দূর্ভোগ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হচ্ছে হাসপাতালের ষ্টাফ নার্সরা।
রাঙামাটি নাসিং ট্রেনিং ইনষ্টিটিউট এর ইনচার্জ রিতা রানী বড়ুয়া জানান, শিক্ষার্থী মাহমুদা খাতুনের মৃত্যুর ঘটনার পর তার সহপাঠীরা বেশী শোকাহত হয়েছে। এ শোকে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যে একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হচ্ছে। তাই আগামী এক সপ্তাহের জন্য ইনষ্টিটিউটের সব শিক্ষক্রম এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করে সকল শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। কারণ তারা ছুটি নিয়ে তারা বাড়ীতে গেলে হয়তো মাবাবার আদর যত্ন পেয়ে এ ঘটনা ভুলে গিয়ে স্বাভাবিক হতে পারবে বলে ধারনা।
উল্লেখ্য, গেল মঙ্গলবার রাঙামাটি নাসিং ইনষ্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা খাতুন অসুস্থ হলে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহমুদার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মাহামুদা মারা যায়। তবে ভূল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে মাহামুদার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অবশ্যই কর্তৃপক্ষ মস্তিষ্কে রক্ত ক্ষরণে (ষ্ট্রোক) কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবী করেছে। এ ঘটনায় শিক্ষার্থী নার্সরা রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মবিরতী পালন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.