রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মাতব্বরের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার হাজী আব্দুল বারী মাতব্বর ও শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি প্রদান করা হয়েছে।
বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রকাশক একেএম মকছুদ আহমেদ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সদস্য ও শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মাতব্বরের ছেলে হারুন মাতব্বর ছেলে হারুন মাতব্বর, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আকবর হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সহ-সভাপতি মমতাজুল হক, সদস্য মোঃ খালেদ ও শাওয়াল উদ্দিন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন শহীদ আব্দুল আলী একাডেমি এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।
পরে চেয়ারম্যান পরিষদ থেকে হাজী আব্দুল বারী মাতব্বর এবং শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি ফান্ডে ৫লক্ষ টাকার চেক ও এ বছরে এসএসসিতে জিপিএ-৫প্রাপ্ত এক শিক্ষার্থীকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন।
এছাড়া এ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা, ঔষুধ প্রদান রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীদের এগিয়ে নেওয়ার জন্য হাজী আব্দুল বারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি করে গেছেন। তার সততা, দৃঢ়তা, দুরদর্শিতা এবং চিন্তা চেতনা ছিল একটি শিক্ষিত জাতি গঠন করা। তিনি উপলব্ধি করতে পেরেছেন এই জাতিকে শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নতি সাধন হবে এবং তিনি তাই করে গেছেন। এই প্রতিষ্ঠানটি যতদিন থাকবে এই মহান ব্যাক্তিকে সবাই শ্রদ্ধাভরে স্মরণ করবে।
চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে তোমরাই এই দেশ পরিচালনা করবে। এখন থেকেই দেশের সেবা করার লক্ষ্যে তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। মনে রাখবে শিক্ষিত জাতি দেশের সম্পদ।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের দেশ ক্রীড়া ও সাংস্কৃতিক দিক দিয়ে এখন বিশ্বে অনেক পরিচিতি লাভ করেছে। তাই তোমরা শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিকেও গুরুত্ব দেবে এবং চর্চা করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.