পানছড়িতে মা-মেয়ের এসএসসি পাস

Published: 05 May 2017   Friday   

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মা ও মেয়ে।


গেল বৃহষ্পতিবারে প্রকাশিত ফলে মা জোস্না আক্তার ৩.৬০ ও মেয়ে সুবর্ণা কায়সার ২.৮২ পেয়েছে। তাঁরা পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফাইলটফার্ম গ্রামের।


জানা যায়, মা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ ও মেয়ে একি বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে পাস করে। মায়ের ভালো ফলাফলে খুশীতে আত্মহারা সুবর্ণা জানায় এতে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি।


পরিবার প্রধান আবদুল আজিজ জানায়, লেখা-পড়ার কোন বিকল্প নেই। এ ফলাফলে আমি দারুণ খুশী। আরো ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে মা-মেয়ে দু’জনেরই লেখাপড়া অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত