খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষকদের তিন দিনের পিবিএম’প্রশিক্ষনে সনদপত্র বিতরণ

Published: 27 Apr 2017   Thursday   

খাগড়াছড়িতে মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের  তিন দিন ব্যাপি পিবিএম এর ফারপরমেন্সবেইসড ম্যানেজেন্টম্যান্ট প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন রাঙামাটির রাজস্থলি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার।

 

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাধন কুমার চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়েপ্রধান শিক্ষক শিলা তালুকদার,  খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরাণী চাকমা, মানিকছড়ি উপজেলা নিহার রাণী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি নতুন কুড়িঁ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিবাজি কল্যাণ দে, রাঙামাটির রাজস্থলি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ডিভিসন চাকমা প্রমূখ।

 

উল্লেখ্য, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেসিপ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি এ প্রোগ্রাম বাস্তবায়ন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত