ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

Published: 25 Apr 2017   Tuesday   

রাঙামাটির কাউখালী ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ৩৪ আনসার  ঘাগড়া ব্যাটালিয়ন ।

 

সোমবার ৩৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেফাউল হোসেন উপস্থিত থেকে বিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, কেরাম বোর্ড, দাবাসহ অন্যান্য খেলাধুলার উপকরণ বিতরণ করেন।

 

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ আবদুল মোন্তাকিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ চন্দ্রা দেওয়ান, পিটিএ কমিটির সভাপতি ডা: কালান জয় চাকমা, অভিভাবক সদস্য সুরেশ চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ সেফাউল হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পড়ালেখার পাশাপাশি তাদেরকে খেলাধূলায় আগ্রহী হতে পরামর্শ দেন।

 

পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি তার ব্যাটালিয়ন সর্বদা সামাজিক কল্যান মূলক  কাজে অংশ গ্রহন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত