কাপ্তাইয়ে ব্যাঙছড়িতে সাংগ্রাই জল উৎসব

Published: 19 Apr 2017   Wednesday   

যুবক-যুবতীরা একে অপরকে জল ছিটানো, খেলাধুলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার কাপ্তাইয়ের ব্যঙছড়িতে সাংগ্রাই জল উৎসব উদযাপিত হয়েছে।

 

ব্যঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যঙছড়ি যুবক যুবতীদের আয়োজনে সাংগ্রাই জল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা। 

 

জল উৎসব কমিটির আহবায়ক সুইহ্লাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  মার্মা সংস্কৃতি সংস্হার সহ-সভাপতি মংক্য মার্মা, সহ-সাংগঠনিক সম্পাদক অংলাচিং মার্মা, সাংস্কৃতিক সম্পাদক মংসুই প্রু মার্মা, ভাইজ্যাতলা মৌজার হেডম্যান থোয়াই অং মার্মা, উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান বাবুল,  শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক থুইচাইপ্রুু মার্মা এবং চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নেথোয়াই মার্মা। 

 

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় শিল্পীদের নৃত্য এবং গান ছাড়াও আমন্ত্রিত শিল্পী জ্যাকলিন তংচংগ্যা ও স্বর্ণালী স্বর্নার পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। যন্ত্র সংগীতে সহোযোগীতা করেন ফনীন্দ্র লাল ত্রিপুরা, ঝুলন দত্ত, মাইকেল ত্রিপুরা, অভিজিত দাশ এবং ইমরান হোসেন রুকন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত