সানরাাইজ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুললের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

Published: 28 Mar 2017   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়ি‘র পানছড়ি উপজেলা সদরের সানরাাইজ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস  উদ্যাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, পানছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মংসো থোয়াই চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  শিক্ষক মোঃ জালাল হোসেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসাপ্রু চৌধুরী অপু বলেন, এই সরকারের আমলে দেশে শিক্ষা প্রতিষ্টান নকল মুক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্টান গুলো ডিজিটাল এর আওতায় আনা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির উপর শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্টানকে আধুনিক করণের আওতায় আনা হচ্ছে।

 

তিনি আরো বলেন, খাগড়াছড়ি আসনের সু-যোগ্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ের প্রতিটি আনাছে কানাছে ব্যপক উন্নয়ন করে যাচ্ছেন। তিনিও শিক্ষার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত