দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতন করার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
তিনি বলেন, দেশে উদ্বেগ জনক হারে জঙ্গি কর্মকান্ড ঘটছে। দেশের মানুষ এখন কোথাও নিরাপদ নয়। এ আতঙ্ক পাহাড়েও বিরাহ করছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানেও জঙ্গিবাদ ও সন্ত্রসীদের প্রতিহোত করার জন্য এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতা ছড়িয়ে দিতে হবে শিক্ষার্থীদেরও মধ্যে। তিনি আগামী প্রজন্মকে জঙ্গি কর্মকান্ড থেকে বিরত থেকে সরকারের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।
শনিবার রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।
নির্মলেন্দু চৌধূরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, গেষ্ট অব অনার হিসেবে দৈনিক গিরির্দপন প্রতিষ্ঠাতা সম্পাদক একেএম মকছুদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন নির্মলেন্দু চৌধূরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের ২০১৬ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ২৭জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত ২জন কৃতি শিক্ষার্থী এবং অন্য বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হওয়া পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১জনসহ মোট ৩০জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.