সাজেক থেকে নীলগিরি পর্ষন্ত ৩ দিনের মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু

Published: 24 Mar 2017   Friday   

পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে শুক্রবার রাঙামাটির সাজেক থেকে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত তিন দিন ব্যাপি ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজিত হচ্ছে।

 

শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়ায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এ.এস.এম শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য্য ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাঙামাটির সাজেক থেকে বানন্দরবানের নীলগিরি পর্ষন্ত ২৫০ কিলোমিটার দুরত্বের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৩১ জন যুবক প্রতিযোগীতায় অংশ নিয়েছে। প্রথম দিনে সাজেক হতে খাগড়াছড়ি পর্যন্ত ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করেন প্রতিযোগিরা।

 

এতে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত ২ ঘন্টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন আলাউদ্দিন। ২ ঘন্টা ৫৩ মিনিট ২২ সেকেন্ড  নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবু আব্দুল্লাহ যুব এবং ২ঘন্টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন আল আমীন। 

 

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার খাগড়াছড়ি থেকে রাঙামাটি পর্ষন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।সমাপনী দিন রোববার  রাঙামাটি থেকে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত  প্রতিযোগিতা সমাপ্তি ঘটবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে বিজয়য়েিদর মাঝে পুরুস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।

 

জানা যায়, এ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৮০ হাজার, ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা সমপরিমাণ অংকের এমটিভি হিমালয় স্পন্সরশীপ প্রদান করা হবে। যার মাধ্যমে বিজয়ীরা ভারতের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত